আজকের শিরোনাম :

‘ইউনূসের কারণে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংকে ড. ইউনূসকে সংযুক্ত রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। যার ধারাবাহিকতা এখনো চলছে।

আজ ০৭ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ট্রাম্প সরকার আসার পর আর এ বিষয়ে কোনো চাপ দেয়নি। তবে এই কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে জিএসপি বা শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে না।

আবদুল মুহিত বলেন, ‘ইউনূসের সমর্থকরা সরকারকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। তখন আমরা যথেষ্ট ভুগেছি এবং সেটার ধারাবাহিকতা এখনও চলছে। পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা আমরা সারা বিশ্বে পাই। শুধুমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া।’

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ