আজকের শিরোনাম :

গ্রেনেড হামলায় জড়িতদের মৃত্যুদণ্ড দাবি হাসান মাহমুদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০

২১ শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। একই সঙ্গে এ হামলায় পরোক্ষভাবে মদদ দেয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনার দাবি জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, তারেক রহমান নাকি সরকারের প্রতিহিংসার শিকার। এজন্যই নাকি তাকে গ্রেনেড হামলায় জড়ানো হয়েছে। এটা দিবালোকের মতো স্পষ্ট যে তারেক রহমানের পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় এবং খালেদা জিয়ার জ্ঞাতসারেই এই গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, আমি তারেক জিয়াসহ সবার মৃত্যুদণ্ড দাবি করছি। যেহেতু বেগম খালেদা জিয়া ওই সময়ে প্রধানমন্ত্রী ছিলেন তাই তিনি দায় এড়াতে পারেন না, তাকেও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ