আজকের শিরোনাম :

‘জনগণের চাওয়াতে সংবিধান পরিবর্তন না হলে আ.লীগ করলো কিভাবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১২

জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান সংশোধনের সুযোগ নেই- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

আজ রবিবার (০২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা আবারও বহালের দাবি জানান রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির জনসভাতে জনগণের যে কথা প্রস্ফূটিত হয়েছে তা ওবায়দুল কাদের, অবজ্ঞা, তাচ্ছিল্য করেছে। ওবায়দুল কাদের বেগম জিয়ার মুক্তির বিষয় বলেছেন আওয়ামী লীগ নয়, খালেদা জিয়ার মুক্তির বিষয় নির্ভর করছে আদালতের ওপর।’

রিজভী বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপ না করে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ওবায়দুল কাদেরের এমন মন্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জনগণ আওয়ামী লীগের বক্তব্য প্রত্যাখান করেছে।’

তিনি বলেন, ‘বিএনপির জনসভায় বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ বর্তমান সরকারকে আর চায় না। দেশনেত্রী বেগম জিয়ার জামিন বার বার বাধাগ্রস্ত করেছে সরকার। উচ্চ আদালত থেকে একের পর এক জামিন পাওয়ার পরও আবার তা নানা কায়দায় আটকে দিয়েছে সরকার।’ 

রিজভী আরো বলেন, ‘নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীরা। জনগণের চাওয়া অনুয়ায়ী যদি সংবিধান পরিবর্তন না করা যায় তাহলে আপনারা পরিবর্তন করলেন কিভাবে।’

এবিএন/মমিন/জসিম

‘জনগণের চাওয়াতে সংবিধান পরিবর্তন না হলে আ.লীগ করলো কিভাবে’

জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান সংশোধনের সুযোগ নেই- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

আজ রবিবার (০২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা আবারও বহালের দাবি জানান রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির জনসভাতে জনগণের যে কথা প্রস্ফূটিত হয়েছে তা ওবায়দুল কাদের, অবজ্ঞা, তাচ্ছিল্য করেছে। ওবায়দুল কাদের বেগম জিয়ার মুক্তির বিষয় বলেছেন আওয়ামী লীগ নয়, খালেদা জিয়ার মুক্তির বিষয় নির্ভর করছে আদালতের ওপর।’

রিজভী বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপ না করে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ওবায়দুল কাদেরের এমন মন্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জনগণ আওয়ামী লীগের বক্তব্য প্রত্যাখান করেছে।’

তিনি বলেন, ‘বিএনপির জনসভায় বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ বর্তমান সরকারকে আর চায় না। দেশনেত্রী বেগম জিয়ার জামিন বার বার বাধাগ্রস্ত করেছে সরকার। উচ্চ আদালত থেকে একের পর এক জামিন পাওয়ার পরও আবার তা নানা কায়দায় আটকে দিয়েছে সরকার।’ 

রিজভী আরো বলেন, ‘নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীরা। জনগণের চাওয়া অনুয়ায়ী যদি সংবিধান পরিবর্তন না করা যায় তাহলে আপনারা পরিবর্তন করলেন কিভাবে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ