আজকের শিরোনাম :

ইভিএম’র বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে : এরশাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২২ | আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ইভিএম’র (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে সন্দেহ আছে। তাই এর প্রয়োজনীয়তা নিয়ে আরো পরীক্ষা-নীরিক্ষার দরকার আছে।

আজ ০১ সেপ্টেম্বর (শনিবার) বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে কুড়িগ্রামে আওয়ামী লীগের দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, ইভিএমের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই ইভিএম ভোটিং ব্যবস্থার বাস্তবায়নে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।

তিনি বলেন, আমরা একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চাই। সেক্ষেত্রে ভোটিং ব্যবস্থা ভোটারদের উপর চাপিয়ে দেওয়া উচিত হবে না। সবার মতামত গ্রহণ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, মসিউর রহমান রাঙা, সুনীল শুভ রায়, এসমএম ফয়সল চিশতী, মেজর (অব.) মো. খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ