আজকের শিরোনাম :

‘নির্বাচন ও ইসিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ১৭:৫৭

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন(ইসি) ও আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি, নির্বাচনকে বাধাগ্রস্ত করা হলে একাত্তরের মতো প্রতিরোধ গড়ে তোলা হবে।   

আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাজধানীর কেরানীগঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, ২১ আগস্টের মতো এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র অব্যাহত আছে।

কামরুল ইসলাম বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি আবার আগুন সন্ত্রাস করতে পারে, মানুষকে জিম্মি করার চেষ্টা করতে পারে, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে। আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। এদের বিরুদ্ধে সাধারণ মানুষ নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ 

তিনি আরো বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। এরপরেও যদি কেউ নির্বাচনে বাধা দেয়, তবে ৭১’র মতো প্রতিহত করা হবে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ