আজকের শিরোনাম :

নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : নাসিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৮, ১৮:৫৪

ঢাকা, ১৭ আগস্ট, এবিনিউজ : প্রয়োজনে সরকার আরো কঠোর হবে তবুও নির্বাচনকে ঘিরে আর কোন জ্বালাও পোড়াও সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনায় বক্তব্য দেন তিনি। এ সময় নির্বাচনকে ঘিরে স্বাধীনতাবিরোধীরা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত আছে বলেও অভিযোগ করেন মো. নাসিম। 

তিনি বলেন, ‘সামনে নির্বাচন আসছে। খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। চক্রান্ত শুরু হয়ে গেছে, প্রতিমুহূর্তে চক্রান্ত চলছে। যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করা হয় নাই, যখন ইনডেমনিটির কালেঅ আইন জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করা হয়েছিলো, তখন এরা কোথায় ছিলো, যারা গণতন্ত্রের কথা বলে?’

তিনি আরও বলেন, ‘এই সমস্ত রাজনীতিবিদেরা কোথায় ছিলো, যখন খুনিদের আশ্রয়-প্রশয় দেয়া হয়েছিলো? আজ কথায় কথায় তারা আইনের শাসন দেখায়, গণতন্ত্রের কথা বলে। ১৪ দলের পক্ষ থেকে স্পষ্টভাষায় বলতে চাই, গণতন্ত্র মানে এই নয় যে বঙ্গবন্ধুর হত্যাকারীকে আশ্রয় দেয়া হবে। গণতন্ত্রের মানে এই নয় যে, জঙ্গিবাদের উত্থান ঘটানো হবে। গণতন্ত্র মানে এই নয় যে সেই অশুভ শক্তিকে প্রশ্রয় দিয়ে আবার বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেয়া হবে। এটা কোনোভাবেই সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন অবশ্যই হবে। দুনিয়ার কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। ২০১৪ সালে পারে নাই, এবারো পারবে না।’    
    
এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ