আজকের শিরোনাম :

জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৮, ১৩:০৯

ঢাকা, ০১ আগস্ট, এবিনিউজ : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বুধবার এ নিবন্ধন বাতিল করা হয়। এ ছাড়া দুই বাস চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করার উদ্যোগ নিয়েছে বিআরটিএ।

বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ কথা জানান বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান। 

তিনি জানান, জাবালে নূর পরিবহনের যে দুটি বাস দুই শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিয়েছে ওই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একই কলেজের ছাত্রী দিয়া খানম নিহত হন। পরে গুরুতর আহত এক শিক্ষার্থীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ