আজকের শিরোনাম :

অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ২০:৪৭

ঢাকা, ৩১ জুলাই, এবিনিউজ: রাজধানীতে গণপরিবহনের অব্যবস্থাপনা দূর করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সভা করে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরের বর্তমান গণপরিবহনের অব্যবস্থাপনার বিষয় নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ওবিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। এ সভায় ঢাকা শহরের গণপরিবহনগুলোতে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালকদের বিরুদ্ধে এবং গত রবিবার (২৯ জুলাই) বিমানবন্দর সড়কে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা ( বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত রবিবার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে ও সড়কে নেমে আসে স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা।  এ দুর্ঘটনার পর চালকদের বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন গাড়ি চালন নিয়ে রাজধানীসহ সারাদেশে সমালোচনার ঝড় শুরু হয়। এ পরিস্থিতিতে আজ সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া খানমের বাসভবনে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ