আজকের শিরোনাম :

দৃশ্যমান পদ্মাসেতুর ৬০০ মিটার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০১৮, ১০:৫২ | আপডেট : ১৩ মে ২০১৮, ১৪:০১

ঢাকা, ১৩ মে, এবিনিউজ : পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে বসানো হয়েছে চতুর্থ স্প্যান।  একটু একটু করে স্বপ্নটা বড় হচ্ছে। বাস্তবতাও দৃশ্যমান হচ্ছে। 

আজ রবিবার সকাল সাতটার দিকে পদ্মাসেতুতে চতুর্থ স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। এর ফলে কাঙ্ক্ষিত সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হলো। এর আগে চতুর্থ স্প্যান বসানোর ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। 

গতকাল শনিবার সকালে শক্তিশালী ভাসমান ক্রেন দিয়ে ১৫০ মিটার দৈর্ঘের স্প্যানটি মুন্সীগঞ্জের কুমারভোগ থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নেয়া হয়।

এরপর আজ রবিবার সকালে সেটি নাওডোবা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর বসানো হয়।

চায়না মেজরব্রিজ কোম্পানির সাইড প্রকৌশলী মো. হুমায়ুন কবীর জানান, আজ রবিবার সকাল সাতটার দিকে সেতুর ৪০ ও ৪১ নং পিলারের ওপর চতুর্থ স্প্যানটি বসানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ৪২ নং পিলারের কাজও প্রায় শেষ। চলতি বছরের মধ্যেই সবগুলো স্প্যান বসিয়ে পদ্মাসেতু দৃশ্যমান করে তোলা সম্ভব হবে।

এর আগে গতবছরের ২৯ সেপ্টেম্বর প্রথম, চলতি বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় এবং ১০ মার্চ তৃতীয় স্প্যান বসানো হয়।

পদ্মাসেতু প্রকল্পের প্রকৌশলীরা জানান, এভাবে গোটা সেতু নির্মাণে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। নিজস্ব অর্থায়নে প্রায় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মাসেতুর নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে বলে আশা করছে সরকার।

এবিএন/নির্মল/জসিম/এনকে

এই বিভাগের আরো সংবাদ