আজকের শিরোনাম :

রাজধানীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসার: সাঈদ খোকন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ১৮:৫১

ঢাকা, ২৫ জুলাই, এবিনিউজ : প্রধানমন্ত্রীর নির্দেশের পরও ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ নিতে যেসব সেবা সংস্থা এগিয়ে আসেনি, তাদের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।   

আজ বুধবার দুপুরে নগর ভবনে ২০১৮-১৯ অর্থবছরে সিটি করপোরেশনের বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘বিভিন্ন খাতে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৩ হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে। এবারের বাজেটে কবরস্থান ও শ্মশাননে কোনো রকম চার্জ বা ফি ছাড়াই দাফন ও শেষকৃত্য সম্পন্নের সুযোগ রাখা হয়েছে।’ 

এসময় মেয়র বলেন, ‘বর্ষণজনিত জলাবদ্ধতা নিরসনের মূল দায়িত্ব ওয়াসার, সিটি করপোরেশনের নয়।’ 


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ