আজকের শিরোনাম :

স্বর্ণের গড়মিল নিয়ে পর্যালোচনা করা হবে: মান্নান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০১৮, ২০:০৯

ঢাকা, ২২ জুলাই, এবিনিউজ : অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ ব্যাংকে রাখা স্বর্ণে গরমিল হয়েছে কিনা, তা পর্যালোচনা করে দেখা হবে। তবে স্বর্ণ সব ঠিকই আছে বলে সরকারকে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

আজ রবিবার সকালে রাজধানীতে গ্রিন ব্যাংকিংবিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশ ব্যাংকের মতো বড় সংস্থা পরিচালনা করে, তারা আমাকে আশ্বস্ত করেছে সব সোনা- যা আমাদের সম্পদ। সোনা-রুপা যাই হোক সব ঠিক আছে। তবে যেহেতু একটি কথা উঠেছে এটাকে আমরা আরো পর্যালোচনা করব, দেখবো।

এম এ মান্নান বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে আছেন। আজ রবিবার রাতেই তিনি দেশে ফিরবেন। দেশে আসলেই তাকে বিষয়টি অবহিত করা হবে। আমি কাল তার সঙ্গে বসে তাকে ব্রিফ করব, ব্রিফ করার পরে সিদ্ধান্ত নেওয়া হবে, পরবর্তী পদক্ষেপ কী হবে।

এ সময় উপস্থিত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল সাংবাদিকদের বলেন, সরকার এখন বিষয়টি পর্যালোচনা করে দেখবে। যদি কেউ দায়ী থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ