তীরে আনা হলো ডুবন্ত লঞ্চটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ১৩:৫৩

বুড়িগঙ্গার মাঝনদীর তলদেশ থেকে তীরে টেনে আনা হয়েছে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। লঞ্চটি উপুড় হয়ে আছে পানিতে। বর্তমানে ডুবুরিরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালাচ্ছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টার দিকে বিআইডব্লিউটিএ’র দূরন্ত জাহাজ লঞ্চটিকে রশি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক বলেন, ক্রেনবাহী জাহাজ আসতে না পারায় দূরন্ত জাহাজ দিয়ে টেনে লঞ্চটিকে তীরে আনা হয়েছে।

এর আগে গতকাল সোমবার মুন্সীগঞ্জ কাঠপট্টি থেকে ৫০ যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ ঘাটসংলগ্ন কুমিল¬া ডক এরিয়ায় ময়ূর-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। সোমবার রাত ৮টা পর্যন্ত পুরুষ, নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পর মঙ্গলবার দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ