আজকের শিরোনাম :

সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক কাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১৩:৫০

আসন্ন জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ও সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার (৮ জুন)।

এদিন জাতীয় সংসদ সচিবালয়ে দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
 
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) সচিব মো. আব্দুল বারিক রবিবার (৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, বর্তমান মন্ত্রিসভায় ৪৭ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে এ বিশেষ বৈঠকে ডাকা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।
 
দেশে করোনা ভাইরাস মহামারির কারণে বাজেট অধিবেশনও সীমিত পরিসরে হচ্ছে আগামী ১১ জুন। এ জন্য মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।
 
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ এক মাস বিরতি দিয়ে সীমিত পরিসরে মন্ত্রিসভার সর্বশেষ নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় গত ৭ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেন।
 
এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ