আজকের শিরোনাম :

সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২০, ১৫:৩১

করোনা ভাইরাসের দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার ।

৬৪ জেলার প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৯২ হাজার মেট্রিক টন। এক কোটি  ৪৩ লাখ ৩৬ হাজার পরিবারের মাঝে ইতোমধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সরকার।
      
নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১০ কোটিরও বেশি টাকা। বিতরণ করা হয়েছে ৭৫ কোটি ৭২ লাখ টাকা । এতে উপকারভোগীর পরিবার সংখ্যা ৮৭ লাখ ৮৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা তিন কোটি ৮৪ লাখ । 

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৯ কোটি ৯৫ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ছয় লাখ ৪২ হাজার এবং লোক সংখ্যা ১৩ লাখ ৪০ হাজার । 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ