আজকের শিরোনাম :

রূপনগরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ১২:৫৪

ঢাকা, ১৭ জুলাই, এবিনিউজ : রাজধানীর রূপনগরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধের পানি উন্নয়ন বোর্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লেগুনার চালক হান্নান (২২), যাত্রী তাওহীদ (১০) ও অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তি।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাচালকসহ ১৫ জন আহত হন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
 
আহতদের মধ্যে থেকে ৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লেগুনা চালকসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন। 

নিহত শিশু তাওহীদের বাবা মুক্তার হোসেন মিরপুর সেলিনা হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

নিহতদের মরদেহ ঢামেক মর্গে রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ