আজকের শিরোনাম :

আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এল ইইউ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২০, ১১:০৩ | আপডেট : ২৬ মে ২০২০, ১১:০৭

বাংলাদেশে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাৎক্ষণিক প্রয়োজনে ১১ লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় এ জোট।

মঙ্গলবার (২৬ মে) ঢাকাস্থ ইইউর দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই মানবিক সহায়তা স্বাস্থ্যকর্মীদের মহামারি থেকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করবে। ইইউ দ্রুতই এই সহায়তা দেওয়া করা শুরু করবে।

অন্যদিকে ভারতে আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইইউ ৫ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান গত ২০ মে দুপুরের পর সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করে। সে সময় এ ঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। সেই সঙ্গে ছিল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১২ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় আম্ফানে গতবছরের বুলবুলের চেয়ে ৩ গুণ বেশি ক্ষতি হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের। আম্ফানে উপকূলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ