আজকের শিরোনাম :

যমুনা ফিউচার পার্কে সমন্বিত ভারতীয় ভিসা কেন্দ্রের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ১৩:১৫

ঢাকা, ১৪ জুলাই, এবিনিউজ : রাজধানীর যমুনা ফিউচার পার্কে সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল সোয়া ১১টায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যৌথভাবে এই ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই ভিসা আবেদন কেন্দ্রে ঢাকায় বিদ্যমান সব ভিসা আবেদন কেন্দ্র প্রতিস্থাপন করা হবে। একই সঙ্গে ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বিদ্যমান ই-টোকেন ব্যবস্থাও প্রত্যাহার করা হবে।

আজ শনিবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে জােনানো হয় মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রসমূহ আগামী ১৫ জুলাই ২০১৮ থেকে যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দুইটি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান এবং মিরপুর রোড) ৩১ আগস্ট ২০১৮ এর মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে। এরপর থেকে ঢাকায় এটিই হবে পূর্ব নির্ধারিত সাক্ষাতকারসূচি ছাড়াই সকল শ্রেণির ভিসা আবেদনের জন্য একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।

ভারতীয় গৃহমন্ত্রী নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন উপলক্ষে জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে (মুক্তিযোদ্ধা বিভাগ) পাঁচ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা প্রদান করেন। শ্রী অমল চন্দ্র নট্টকে (জ্যেষ্ঠ নাগরিক বিভাগ) পাঁচ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা প্রদান করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। জান্নাতুল ফেরদৌসকে এক বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা প্রদান করেন ভারতীয় হাই কমিশনার এবং  ভারতের গৃহ মন্ত্রণালয়ের বিশেষ সচিব (সীমান্ত ব্যবস্থাপনা) বেগম শরিফাকে (চিকিৎসা করতে বেঙ্গালুরু যাচ্ছেন) ছয় মাস মেয়াদী ট্রিপল এন্ট্রি মেডিকেল ভিসা হস্তান্তর করেন।

১৮,৫০০ বর্গফুট বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই ভিসা আবেদন কেন্দ্রে  থাকবে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিন (প্রত্যাশিত প্রতীক্ষা সময় নির্দেশিত হবে), আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষা করার স্থান, কফি এবং কোমল পানীয় ভেন্ডিং মেশিন, খাবার দোকান ও আবেদন জমা দেয়ার জন্য ৪৮টি কাউন্টার। জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসায় ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকবে।

একটি বিশেষ সহায়তা ডেস্ক এবং প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবাগুলির জন্য কাউন্টার থাকবে যেখানে মূল্য পরিশোধ করে সেবাগুলো পাওয়া যাবে। একটি প্রশস্ত এবং নিরাপদ বিপনী কেন্দ্রে নতুন ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় আবেদনকারীদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভিসা সেবা প্রদান সম্ভব হবে এবং আবেদনের জন্য অপেক্ষা করার সময়ও কমবে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ