আজকের শিরোনাম :

‘করোনা মোকাবিলায় সিটি, পৌরসভা ও উপজেলায় বরাদ্দ ৩৩ কোটি টাকা’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১২:৪৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ফটো
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, করোনা মোকাবিলায় সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের জন্য ৩৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো বরাদ্দ দেওয়া হবে।

আজ সোমবার (৩০ মার্চ) তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এলাকায় যারা বিদেশ থেকে এসেছেন তারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এ বিষয়টি স্থানীয় প্রতিনিধিরা নিশ্চিত করতে কাজ করছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি করা হয়েছে। যাতে বিদেশফেরত বা সংক্রমণের ঝুঁকিতে যারা আছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা যায়। একইভাবে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে।’

তাজুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার উত্তম পন্থা হলো আলাদাভাবে থাকা। দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এই রোগে আক্রান্ত হয় আর তার সঙ্গে কেউ মেলামেশা না করলে ভাইরাসটি ছড়াতে পারবে না। সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা থেকে প্রচুর লোক গ্রামের বাড়িতে চলে গেছেন। তাদেরকেও পরিবার থেকে নির্দিষ্ট দূরত্বে থাকতে বলা হয়েছে।’

দেশের ২৮টি পৌরসভায় জীবাণুনাশক ও সুরক্ষা সামগ্রী ক্রয় করার লক্ষ্যে মোট ৯ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৪৯২ উপজেলা পরিষদের মাধ্যমে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে জীবাণুনাশক পানি ছেটানো হচ্ছে।  পাড়া-মহল্লায় যেখানে জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে সেখানেই স্প্রে করা হচ্ছে।  তাৎক্ষণিকভাবে সিটি করপোরেশন রাজধানীর বিভিন্ন জায়গায় পানি ছেটানো কার্যক্রম চালাচ্ছে।  এ কাজের সঙ্গে ওয়াসা যোগ দিয়েছে।’

সারা বিশ্বে করোনাভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা থেকে আমাদের রক্ষা পেতে সচেতনতা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসচেতনতায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধিরা বিভিন্ন সংগঠনের নেতারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি।’

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা জনগণকে মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ