আজকের শিরোনাম :

আজ থেকে ২৫০০ ছিন্নমূল মানুষকে খাওয়াবে ডিএমপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৯:৪৩

দেশে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সরকারের সাধারণ ছুটিতে প্রতিদিন দুই হাজার পাঁচশ' ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের মধ্যে খাবার সরবরাহ করবে।

রবিবার (২৯ মার্চ) থেকে রাজধানীর ৫০টি থানা থেকে একবেলা করে খাবার সরবরাহ করা হবে। এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

কমিশনার বলেন, রোববার থেকে প্রতিদিন দুপুরে ছিন্নমূল শিশু ও দুস্থ নাগরিকদের কাছে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেয়া হবে। সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, সেই দিন পর্যন্ত ডিএমপির এ কার্যক্রম চলবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ