আজকের শিরোনাম :

'যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে দেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪ | আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৯

আগামীকাল যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে দেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন। জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দুপুরে পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহল গাড়াতি এলাকায় মফিজার রহমান কলেজে ডিজিটাল সার্ভিস ইমপ্লয়েন্টমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, গত তিন বছরে বাংলাদেশে ১১টি মেনুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি প্লান্ট স্থাপন করা হয়েছে। প্রতি বছর প্রায় ৪ কোটি মোবাইল ও ১০ লাখ ল্যাপটপ আমদানি করতে হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চেষ্টা চলছে দেশেই তৈরি করে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হবে।

দীর্ঘ ৬৮ বছর পিছিয়ে থাকা বিলুপ্ত ছিটমহলবাসীদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য ৮৬ লাখ টাকা ব্যয়ে এই ট্রেনিং সেন্টার নির্মাণ করা হচ্ছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ