আজকের শিরোনাম :

সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদানের জন্যই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩১

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদানের জন্যই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্যাপটিভ ছাড়াই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হতে ৮,৭১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কর্মসংস্থান সৃজনেও বেসরকারি খাতের অবদান লক্ষণীয়। গুণগত মান সম্পন্ন শিক্ষা বিস্তারে বেসরকারি খাতের আরও কাজ করার সুযোগ রয়েছে। সম্মিলিত উদ্যোগে আস্তে আস্তে বাংলাদেশ সোনার বাংলার দিকে ধাবিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ কেরাণীগঞ্জে ‘ বসুন্ধরা বিটুমিন প্লান্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের প্রতি-দেশের প্রতি ভালোবাসা থাকলে সকল কাজেই সাফল্য আসে। বিটুমিন পাকা রাস্তা তৈরির অন্যতম অপরিহার্য উপাদান। এর মানের উপর রাস্তার স্থায়িত্ব নির্ভর করে। মানসম্পন্ন পণ্য উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে তিনি স্থানীয় লোকজনের কর্মসংস্থান বৃদ্ধি করার অনুরোধ জানান।

বাংলাদেশে বিটুমিনের বার্ষরিক চাহিদা ৫ লক্ষ থেকে ৬ লক্ষ মেট্টিক টন। সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড হতে বার্ষরিক ৫০ হাজার থেকে ৬০ হাজার মেট্টিক টন। অবশিষ্ট বিটুমিন আমদানি করা হয়। ২০২১ সালের মধ্যে বসুন্ধরা বিটুমিন প্লান্ট –এর উৎপাদন ক্ষমতা হবে ৯ লক্ষ মেট্টিক টন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। দেশের আবহাওয়ার সাথে খাপ খায় এমন বিটুমিন পাওয়া যাচ্ছিল না, ফলে  রাস্তাগুলো টেকসই হচ্ছিল না। বসুন্ধরা গ্রুপের আজকের এই উদ্যোগের জন্য দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিটুমিন  তারা বিদেশেও পৌছে দিবে। তিনি এসময় ৩ লক্ষ লোকের কর্মসংস্থান হয় এমন একটা প্রতিষ্ঠান স্থাপনের জন্য বসুন্ধরা কে অনুরোধ জানান।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বুয়েটের সাবেক অধ্যাপক ডঃ এম শামীম জেড বসুনিয়া ও কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
 

এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ