আজকের শিরোনাম :

রবিবার এক হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫

বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দিতে রাজি হয়েছে গ্রামীণফোন। রবিবার বিটিআরসির এক হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবারের মধ্যে এই টাকা পরিশোধের সীমা বেধে দিয়ে বৃহস্পতিবার আদেশ দেয়  সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেয়। দুই হাজার কোটি টাকা দেয়ার নির্দেশের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানিতে আপিল বিভাগ জানায়, গ্রামীণফোনকে পুরো টাকা পরিশোধ করতে হবে, টাকা কমানোর কোনো সুযোগ নেই।  

আদালত তার পর্যবেক্ষণে জানায়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট ছোটো আদালত নয়। আদালতের আদেশকে ছোট করে দেখার মানসিকতা পরিহার করতে হবে। একই দিন বিটিআরসির চেয়ারম্যান জানান, টাকা পরিশোধ না করলে প্রশাসক বসানো হবে গ্রামীণফোনে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ