আজকের শিরোনাম :

পদ্মা সেতুতে বসলো ২৫তম স্প্যান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫১

আজ পদ্মা সেতুতে বসলো ২৫তম স্প্যান । শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি । এতে দৃশ্যমান হয়েছে সেতুর তিন হাজার ৭শ ৫০ মিটার অংশ। পদ্মাসেতুর প্রকৌশল সূত্র জানায়, সকালে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে স্প্যানটি শরীয়তপুরের দিকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিকেল তিনটার দিকে বসানো হয় স্প্যানটি।

২৪তম স্প্যান বসানোর ১০ দিন পর বসানো হল ২৫ তম স্প্যান। পদ্মা সেতুতে ৪১ টি স্প্যানের মধ্যে ৩৭ টি স্প্যান কন্সট্রাকশন সাইটে আছে যার মধ্যে ২৫ টি বসানো হল।

পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৮টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৫২০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ২১৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ