আজকের শিরোনাম :

বাংলা যেন সার্বজনীন ভাষা হয় : ঢাবি উপাচার্য

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ভাষা সার্বজনীন হলে যে কোনো দেশের জন্য এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) অর্জন সহজ হবে। তাই বাংলা ভাষা যেন শুধু সাহিত্যে সীমাবদ্ধ না থাকে, এটা সার্বজনীন হয়।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। 

ঢাবি উপাচার্য বলেন, আমাদের নতুন প্রজন্মের জন্য প্রমিত ও পরিশীলিত ভাষার উন্নয়ন খুব জরুরি। বাংলা যেন শুধু সাহিত্যের ভাষা না হয়, এই ভাষা হবে বিজ্ঞানের ভাষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষা, প্রকৌশল বিজ্ঞানের ভাষা। তা হলেই বাংলা আরও  সমৃদ্ধ হবে।

তিনি বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের একটি মৌলিক দর্শন ছিল। তা হলো যে কোনো জাতিসত্তার মানুষের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সেটি সংরক্ষণ করা এবং সব জাতিসত্তার মানুষকে সুরক্ষা দেওয়া। এটিই হলো বিশ্ব সভ্যতার জন্য বায়ান্নের ভাষা আন্দোলনের অবদান। যা আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ড. আক্তারুজ্জামান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বিভিন্নভাবে নিগৃহীত হয়। বায়ান্নের ভাষা আন্দোলন বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ