আজকের শিরোনাম :

চুড়িহাট্টার আগুনে নিহতদের স্বজন ও ক্ষতিগ্রস্তদের চাকরি দেয়া হচ্ছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫

রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের স্বজন ও ক্ষতিগ্রস্তদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঘোষণা অনুযায়ী পুরান ঢাকার চুড়িহাট্টার আগুনে নিহতের স্বজন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ২১ জনকে চাকরি ও দুইজনকে দোকান বরাদ্দ ও দুই লাখ করে ৪ জনকে ক্ষতিপূরণ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনে একথা জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

এ সময় মেয়র সাঈদ খোকন জানান, নিহতদের শিশুসন্তানরা বড় হওয়া পর্যন্ত সিটি কর্পোরেশন তাদের দেখভাল করবে। ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা উচ্চশিক্ষিত, তাদের আগামী দুই সপ্তাহের মধ্যে চাকরির ব্যবস্থা করা হবে। পুনরায় যেন আগুন না লাগে সেজন্য কাজ করা হয়েছে। তিনি আরও জানান, পুরান ঢাকার ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। দ্রুততম সময়ে ক্যামিকেল গোডাউন শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সরানো সম্ভব হলে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে বলে মনে করেন মেয়র।

এবিএন/মমিন/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ