আজকের শিরোনাম :

খালেদার প্যারোল মুক্তির জন্য এখন পর্যন্ত কেউ আবেদন করেননি : স্বরাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সবাই খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কথা বলছেন। সবার মুখে মুখে তার মুক্তির কথা শোনা গেলেও খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য এখন পর্যন্ত কেউ আবেদন করেননি। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি কারাগারে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। বেগম জিয়ার মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমেই সুরাহা হবে। এ নিয়ে আমাদের বা সরকারের কিছুই করার নেই।

এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনসহ ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ