আজকের শিরোনাম :

চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে প্রয়োজনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা : প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ২১:০৩

নোবেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকা চীনের উহানে আটকা পড়া বাংলাদেশি প্রবাসীদের ফেরাতে সরকার প্রয়োজনে বিমানের বিশেষ ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‌বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে চীন সরকারকে চিঠি দেয়া হয়েছে।  চীনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। '

তিনি আরো বলেন, এরই মধ্যে ফিরিয়ে আনা-সংক্রান্ত সব প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে রেখেছে ঢাকা। চীন থেকে যাদের ফিরিয়ে আনা হবে তাদের দেশে আনার পর বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সতর্কতা জারির ব্যবস্থা নেবে সরকার।'

এদিকে চীনে ছড়িয়ে পড়া নোবেল করোনাভাইরাস কোনোভাবেই যেন বাংলাদেশে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আরও সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। চীন হয়ে যারা আসছেন, তাদেরও বিশেষভাবে দেখাশোনা করতে হবে।

সেই সঙ্গে চীনে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ