আজকের শিরোনাম :

‘সীমান্তে অবৈধভাবে গরু আনতে গিয়ে নিহতদের দায় নেবে না সরকার’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ২১:০১

সীমান্তে গরু পাচারের জন্য কোনও বিট খাটালের অনুমোদন দেয়নি সরকার। অবৈধভাবে গরু আনতে কেউ সীমান্ত রেখা অতিক্রম করে বিএসএফের গুলিতে মারা গেলে তার দায়ও নেবে না সরকার। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, রাজশাহীসহ অনেক সীমান্তে সুবিধাবাদী একটি চক্র অবৈধ খাটাল তৈরি করেছে। সরকার খাটালগুলো বন্ধে পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, ফেসবুক ও ইউটিউবের কারণে যুবকদের নৈতিক অবক্ষয় ঘটছে। এগুলো ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। অভিভাবকদেরও এ ব্যাপারে নজরদারি থাকতে হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ