আজকের শিরোনাম :

ভোটের দিন ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ২১:০২

ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য জানান তিনি। এছাড়াও পুলিশের অনুরোধে ভোটের দিন ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।

ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিকল্পনা নির্ধারণ করতে নির্বাচন কমিশনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সচিব জানান, প্রায় আড়াই হাজার কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

বৈঠক শেষে এদিকে আইজিপি বলেন, উৎসবমুখর পরিবেশেই ভোটের প্রচারণা চলছে। আর এ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আইজিপি।

নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এ বৈঠকে পুলিশ মহাপরিদর্শক ছাড়াও র‌্যাব মহাপরিচালক ও বিজিবি পরিচালকসহ বিভিন্ন বাহিনীর উর্ধতন কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ