আজকের শিরোনাম :

আদালতের নির্দেশনা মেনে নেয়া হবে : ইসি সচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ১৯:১৬ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:১৯

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে, তারপরও দেশের সর্বোচ্চ আদালত কোনো নির্দেশনা দিলে তা মেনে নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আলমগীর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, সরকারি ক্যালেন্ডার যখন হলো কেনো বলা হলো না যে, পূজা ২৯ তারিখে নয়, ৩০ তারিখে।

মোহাম্মদ আলমগীর বলেন, সবকিছু বিবেচনায় নিয়েই কমিশন অত্যন্ত যুক্তিসংগতভাবে ৩০ জানুয়ারি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ আপানারা দেখবেন সরকারি ক্যালেন্ডারে কিন্তু পূজার কথা বলা হয়েছে ২৯ তারিখে। এ ক্যালেন্ডারতো অক্টোবরে অনুমোদন হয়েছে। নভেম্বরে এটা গেজেট আকারে পাবলিশ হয়েছে। সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এই ক্যালেন্ডার গেছে। যারা আন্দোলন করছেন, তারা ওই সময় কেনো সরকারকে বলেননি যে, পূজা ২৯ তারিখে নয়, ৩০ তারিখে।

তিনি বলেন, আপিল আদালত তাদের কথা শুনবেন, আমাদের কথাও শুনবেন। এরপর একটা যুক্তিসংগত এবং বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তই আমরা পাব। মাননীয় আদালত যে সিদ্ধান্ত দেবেন সেটা তো কমিশন মেনে নেবেই।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ