জঙ্গি নিধন অভিযান অব্যাহত রয়েছে: র‌্যাব মহাপরিচালক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০১৮, ১৩:০২

ঢাকা, ০১ জুলাই, এবিনিউজ : র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গি নিধন অভিযান অব্যাহত রয়েছে। শেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

তিনি আজ রবিবার সকালে গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনজির বলেন, আমরা কখনোই জঙ্গিদের ওপর থেকে দৃষ্টি সরাব না। এ মুহূর্তে দেশে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই।

তিনি বলেন, দুনিয়া কাঁপানো হলি আর্টিজান হামলার পর গত দুই বছরে জঙ্গি নিয়ন্ত্রণে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে র‌্যাব। দেশে ঠিক এ মুহূর্তে বড় ধরনের জঙ্গি হামলার সম্ভাবনাও নেই, ওদের সেই সক্ষমতাও নেই। তাই বলে আত্মতুষ্টিতে বসে নেই র‌্যাব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশে দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী তৎপরতা শুরু করে আজ বিশেষ একটা অবস্থানে এসেছি। হামলার পরবর্তী জঙ্গি তৎপরতা মোকাবেলা ও নিয়ন্ত্রণে র‌্যাব বিশেষ কৌশল নিয়ে কাজ করছে নিরন্তর। শুধু অপারেশন নয়, সামাজিক কাজও করেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে নয় ইতালিয়ান, সাত জাপানিজ, একজন ভারতীয়, একজন আমেরিকান-বাংলাদেশের দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশি এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে হত্যা করে। জঙ্গিরা রেস্টুরেন্টে আগত অন্যান্য অতিথি ও কর্মচারীদের রাতভর জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডোরা ‘অপারেশন থান্ডারবোল্ট’অভিযান চালায়। এতে পাঁচ জঙ্গি ও একজন শেফ নিহত হয়।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ