আজকের শিরোনাম :

পদ্মা সেতুর পঞ্চম স্প্যান স্থাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০১৮, ১৩:১১ | আপডেট : ২৯ জুন ২০১৮, ১৪:০০

ঢাকা, ২৯ জুন, এবিনিউজ : আজ শুক্রবার সকালে বসেছে পদ্মা সেতুর পঞ্চম স্প্যান। ১৫০ মিটার দীর্ঘ ও ৩,১৪০ টন ওজনের স্প্যানটি ‘৭এফ’  জাজিরা প্রান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে জাজিরা পাড়ের সঙ্গে প্রথমবারের মতো সংযুক্ত হলো সেতুটি এবং এরি সাথে দৃশ্যমান হলো সেতুটির ৭৫০ মিটার।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এর প্রায় চার মাস পর চলতি বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান বসে। এর মাত্র দেড় মাস পর ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যানটি বসানো হয়। সর্বশেষ ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হলে সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হয়।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে মোট ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের পঞ্চম স্পেন বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এবিএন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ