আজকের শিরোনাম :

পেট্রোবাংলার চেয়ারম্যান ওএসডি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৯

পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমীনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আদেশ জারি করেছে জন প্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, তাকে (রুহুল আমীন) ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ গ্যাস ফিল্ডের ৯১০ কোটি টাকার ৭টি কম্প্রেসার স্টেশন স্থাপন প্রকল্পে একটি অখ্যাত কোম্পানিকে কার্যাদেশ দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে এ অনিয়মের সঙ্গে তার দায়-দায়িত্ব আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কম্প্রেসার স্টেশন স্থাপনের টেন্ডারটি বাতিল করা হয়েছে। পাশাপাশি  এই অনিয়মের সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ