আজকের শিরোনাম :

সুফল পেয়েছি, তাই ইভিএম ব্যবহার : সিইসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ১৬:২২

জাতীয় নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা সুফল পেয়েছি, তাই ধরে রেখেছি। ভোটাররা যেন তার অধিকার প্র‍য়োগ করতে পারেন। তারা যেন পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন।’

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ইভিএমের ওপরে কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেছেন উল্লেখ করে সিইসি বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইভিএমে টিকে আছি। আপনারা অনেকে ইভিএমে নির্বাচন করেছেন। ইভিএম নির্বাচন পরিচালনায় কোনও অসুবিধা নেই। এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ সফলভাবে করা যায়।’ 

সিইসি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের দিকে সবার নজর থাকে। তাই নির্বাচন পরিচালনা ও দায়িত্ব পালনে সাহসী ভূমিকা রাখতে হবে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় দল, মত, আদর্শের প্রতি দুর্বলতা থাকতে পারে না। আমরা নির্বাচনটা অত্যন্ত সিরিয়াসলি দেখতে চাই।’

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে নির্বাচনী কর্মকর্তাদের সিইসি বলেন, ‘আপনারা অনেকে ইভিএমে নির্বাচন করেছেন। ইভিএম নির্বাচন পরিচালনায় কোনো অসুবিধা দেখিনি। এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। ইভিএম নিয়ে সন্দেহ থাকলে আমাদের বলবেন। যদি সবাই বলেন, এটা দিয়ে ভালোভাবে নির্বাচন পরিচালনা করা যায় না, তাহলে করব না।’

‘প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করতে হবে। প্রত্যেকের কথা ধৈর্য ধরে শুনতে হবে। বাস্তব প্রেক্ষাপটে কী আছে সেটা দেখতে হবে। যা দেখবেন সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। সমস্যা হলে ব্যবস্থা নেবেন।’

সিইসি বলেন, ‘এই দুই সিটির ভোট ইসির জন্য চ্যালেঞ্জিং। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দল দেখে প্রার্থীদের প্রতি আচরণ করা যাবে না।’

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘সারাদেশের চোখ কান খোলা থাকে। দায়িত্ব পালনে সাহসী ভূমিকা পালন করতে হবে। ভয়ভীতি দেখিয়ে নির্বাচন পরিচালনায় কোনও ব্যত্যয় ঘটবে না। কঠোরভাবে কাজ করতে হবে। কার কী রাজননৈতিক পরিচয় তা না দেখে, দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবে।’

এ সময় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত ছিলেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ