আজকের শিরোনাম :

‘অচিন পাখি’ ঢাকায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৮

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’। প্রায় ১৬ ঘণ্টা আকাশে উড়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অবতরণ করে ড্রিমলাইনারটি।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সিয়াটলের বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় উড়োজাহাজটি।

অত্যাধুনিক এ উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি ক্লাসের ২১টি ও ইকোনোমি ক্লাসের ২৪৭টিসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

গত সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ সিরিজের চতুর্থ ড্রিম লাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের জন্য বোয়িং ৭৮৭-৯ সিরিজের অত্যাধুনিক দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী নতুন ড্রিমলাইনার দুটির নামকরণ করেন ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’। এর মধ্যে ড্রিমলাইনার ‘সোনার তরী’ গত ২১ ডিসেম্বর বিকেলে দেশে পৌঁছেছে।

আগামী ২৮ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের উড়োজাহাজ ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ