আজকের শিরোনাম :

‘৬০ কোটি দূরের কথা, রাজাকারের তালিকা করতে ৬০ পয়সাও খরচ হয়নি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ১৫:১৭ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৫:২৯

রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা তো দূরের  কথা ৬০ পয়সাও খরচ হয়নি বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, ‘শুনেছি কারও কাছে, কেউ বলছেন- রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। ৬০ কোটি টাকা তো নয়-ই, ৬০ পয়সাও খরচ হয়নি।'

তিনি বলেন, ‘যারা ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে এমন কথা  বলছেন– তাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, না হয় তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ১০ হাজার ৭৮৯ জনের নাম প্রকাশ করা হয়। তবে সমালোচনার মুখে তা স্থগিত করেছে মন্ত্রণালয়।

প্রকাশিত রাজাকারের তালিকা বুধবার (১৮ ডিসেম্বর) স্থগিত করা হয়। তালিকা যাছাই-বাছাই করে আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ