আজকের শিরোনাম :

‘যাচাই বাচাই করে মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ১৭:০৮

রাজাকারের তালিকায় যে মুক্তিযোদ্ধাদের নাম এসেছে তা বাদ দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

যাচাই বাচাই ছাড়াই রাজাকারের তালিকা প্রকাশ করা ভুল হয়েছে। তার জন্য ক্ষমা চাইলেন মন্ত্রী। তিনি আরো জানিয়েছেন ভুল সংশোধনের জন্য আবেদন করতে হবে না। বুধবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জে এ কথা বলেন তিনি। 

এসময় তিনি আরো বলেন, রাজাকারের তালিকা নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি। তা করতে দেয়া হবে না। 

১৫ ডিসেম্বর একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধীসহ ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ তালিকায় ভাতাপ্রাপ্ত কয়েকজন মুক্তিযোদ্ধার নাম থাকায় সমালোচনার ঝড় ওঠে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ