আজকের শিরোনাম :

রাজাকারের তালিকা: আবেদন করলে 'সংশোধন' হবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১৯:২৮ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:০৪

রাজাকার না হওয়ার পরও যাদের নাম সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় এসেছে, আবেদনের প্রেক্ষিতে যাচাইয়ের পর তাদের নাম সেখান থেকে বাদ দেয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজাকারদের যে তালিকা দেয়া হয়েছে তাই প্রকাশ করা হয়েছে, রাজাকার না হওয়ার পরও যাদের নাম তালিকায় এসেছে আবেদনের প্রেক্ষিতে তাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হবে।

প্রকাশিত তালিকায় ভুল হয়েছে এবং তা অনিচ্ছাকৃত বলে দাবি করে দুঃখ প্রকাশ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গেল রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১০ হাজার ৭৮৯ ব্যক্তির নাম প্রকাশ করে সেটিকে রাজাকারের তালিকা বলে উল্লেখ করে। অথচ ওই তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ