আজকের শিরোনাম :

পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে কাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:১৭

এক সপ্তাহের ব্যবধানে কাল উঠতে যাচ্ছে পদ্মা সেতুর ১৯তম স্প্যান। মাঝনদীতে ২১ ও ২২ নম্বর পিলারের ওপর এ স্প্যান তোলা হলে দৃশ্যমান হবে প্রায় ৩ কিলোমিটার সেতু। চলতি মাসে স্প্যান বসানোর পাশাপাশি মাওয়া প্রান্তে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ ধরা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।

কাজ এগুচ্ছে দ্রুত। শুরুর দিকটাতে স্প্যান বসাতে ধীর গতি থাকলেও আশা ছিল একটা সময় খুব দ্রুত বসবে একটির পর একটি স্প্যান।

নদীতে স্রোত এবং নাব্য সংকটের কারণে প্রতিকূল সময়ে কাজ এগিয়েছিল জাজিরা প্রান্তে। তবে এখন সুসময়। প্রস্তুতিও নেয়া আছে সেভাবে। ৪১টি পিলারের মধ্যে শতভাগ কাজ শেষে নদী জুড়ে মাথা উঁচু করে দাঁড়ানো এখন ৩৩টি। ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে দেশে এসে পৌঁছেছে ৩১টি।

সব মিলে এখন পুরো অনুকূল পরিস্থিতিতে এগিয়ে চলছে কাজ। এর আগে ১৭তম স্প্যানটিও বসেছিল মাত্র এক সপ্তাহের ব্যবধানে। ১৮তম স্প্যান বসতে ২ সপ্তাহ লাগলেও এবার ১৯তম বসতে যাচ্ছে আবারও এক সপ্তাহের ব্যবধানে। এ নিয়ে চলতি মাসে উঠতে যাচ্ছে ২টি স্প্যান। বসানোর কথা রয়েছে আরও একটি।

জাজিরা প্রান্তে একসাথে বসানো ৯টি স্প্যানে আগে থেকেই চলছে রোড ও রেল স্ল্যাব বসানো। চলতি মাসে মাওয়ার দিকে এগিয়ে ৩ নম্বর মডিউলেও স্ল্যাব বসানোর কাজ শুরু হবে।

জাজিরা প্রান্তের স্প্যানগুলো বসাতে মাওয়ার ইয়ার্ড থেকে আগের দিন নিয়ে যাওয়া হতো স্প্যান। তবে দূরত্ব কম হওয়ায় মাঝ নদী কিংবা মাওয়া প্রান্তের স্প্যানগুলো দিনে দিনে নিয়ে গিয়েই বসিয়ে দেয়া হচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ