আজকের শিরোনাম :

দেশে দারিদ্র্য কমল ১ দশমিক ৩ শতাংশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৭

মাত্র এক বছরেই দেশে দারিদ্র্য কমেছে ১ দশমিক ৩ শতাংশ। ২০১৮ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ এখন কমে হয়েছে ২০ দশমিক ৫ শতাংশ। 

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিগত ২০১৮-১৯ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ এবং জাতীয় মাথাপিছু আয় ১ হাজার ৯০৯ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এসব কারণেই মূলত দারিদ্র্য ও হতদারিদ্র্য কমেছে।

এমএ মান্নান বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে দারিদ্র্য কমে যাচ্ছে। দারিদ্র্য আমাদের প্রধান শত্রু। 

তিনি বলেন, দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার কমায় আমরা অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রীও এতে অত্যন্ত আনন্দিত।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ