আজকের শিরোনাম :

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী শেখ হাসিনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৪০

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস ২০১৯ সালে বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতে এই তথ্য উল্লেখ করা হয়।

ফোর্বস-এর ২০১৯ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা অনুসারে, এক নম্বর স্থানে আছেন জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল, দুই নম্বরে আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে, তিন নম্বরে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভ স্পিকার ন্যান্সি পেলোসি, চার নম্বরে ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন এবং পাঁচ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মটরস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা।

তালিকানুসারে বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনও নারী নেই। এ অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। তালিকাতে নির্মলা সিতারমনের অবস্থান ৩৪।

ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। যিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ