আজকের শিরোনাম :

শেখ হাসিনা ভুলেননি সেই ভারতকে, মমতার অগ্রিম দাওয়াত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০১:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। পরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা স্মরণ করেন। অপরদিকে শেখ হাসিনাকে অগ্রিম দাওয়াত দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে ছিল। তখন কলকাতা ১ কোটি শরণার্থীকে আশ্রয় দেয়, আমরা কোনো দিন সেটা ভুলিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমি সৌরভ গাঙ্গুলীর দাওয়াতে এসেছি। দুদেশের মধ্যে গোলাপি বলে প্রথমবার খেলা চলছে। সবাইকে বাংলাদেশের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

ইডেনের ঐতিহাসিক দিবারাত্রির টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অলআউট হওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আজ আমাদের ক্রিকেটাররা ভালো করেনি। এক দিন ভালো করবে, ইনশাআল্লাহ।

বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। দুই বাংলার সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো। দুদেশের মধ্যে অনেক আলোচনা হয়েছে। তবে এটা ঘরোয়া আলোচনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আবার এখানে আসতে বলেছি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশা করেন, বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন সামনের দিনগুলোতে এভাবেই বজায় থাকে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ