বায়ুদূষণে বিশ্বে এক নম্বরে ঢাকা!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ২১:৪০

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার ভিজ্যুয়াল নামক একটি প্রতিষ্ঠানের বায়ুর গুণমান এবং দূষণের শহর র‌্যাংকিংয়ে বাংলাদেশের ঢাকার নাম প্রথমে রয়েছে। 

পরিবেশ অধিদপ্তরের মানমাত্রায় স্বাভাবিক বায়ূ সূচক ৫০। কিন্তু এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে ঢাকার বায়ূমান সূচক এখন ২০৩।

ঢাকার বাতাসে কুয়াশার মতো যে আবরণ রয়েছে তা আসলে বায়ুদূষণকারী বস্তুকণা। এই ভাসমান বস্তুকণা ভেদ করে সূর্যের আলোও ঠিকমতো আসছে না। দৃষ্টিসীমা কমে গেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান এয়ার ভিজুয়াল এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পরিমাপে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা দূষণকারী ক্ষুদ্র বস্তুকণার মাত্রা ২০০ থেকে ৩০০ এর মধ্যে অবস্থান করছে। সেই হিসেবে বেশিরভাগ সময়ই ঢাকা শহর দূষণকারী শহরের তালিকার সবচেয়ে উপরে অবস্থান করছে।

আশপাশের ইটভাটা, উন্মুক্ত নির্মাণ কাজ এবং গাড়ীর কালো ধোঁয়া রাজধানী ঢাকার বায়ুদূষণের অন্যতম কারণ। এগুলো নিয়ন্ত্রণে গুরুত্বের সঙ্গে কাজ করার কথা বলছে পরিবেশ অধিদপ্তর। এ বছরে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ এর মধ্যে রাখার চেষ্টা চালাবে বলছে পরিবেশ অধিদপ্তর। যা খুবই অস্বাস্থ্যকর।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ