আজকের শিরোনাম :

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯, ১৩:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আন্তনগর তূর্ণা নিশীথা ও আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনার ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি উদ্ধার করা হলে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুই ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছেন।

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধারে কাজ শুরু করে। বেলা ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ