আজকের শিরোনাম :

ভারত ও বাহরাইনে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ১৮:৩১

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মুহম্মদ ইমরানকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুহম্মদ ইমরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮৬ সালে বিসিএস ফরেন ক্যাডারে যোগ দেন।

এর আগে তিনি জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কলকাতার ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ করেছেন মুহম্মদ ইমরান। এছাড়াও তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

মুহম্মদ ইমরান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর পদে স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাহরাইনে নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম

বাহরাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ড. নজরুল ইসলামকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. নজরুল ইসলাম বর্তমানে সৌদি আরবের রিয়াদে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। এর আগে, তিনি দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, লেবানন, ইরাকে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ড. নজরুল বাহরাইনে বর্তমানে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত কে এম মমিনুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ