আজকের শিরোনাম :

বিএসএফ সদস্য নিহতের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ২১:৫২

রাজশাহীর চারঘাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মধ্যে গোলাগুলিতে এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জলসীমায় মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফের কয়েকজন সদস্য রাজশাহীর চারঘাট সীমান্তের পাঁচশ’ গজ ভেতরে এলে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।

এর আগে বাংলাদেশ-ভারত সীমান্তে গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত হওয়ার খবর প্রকাশ করে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম। বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়,
পশ্চিমবঙ্গ সীমান্তে ওই গোলাগুলির ঘটনায় অপর এক বিএসএফ সদস্য আহত হয়েছেন। নিহতের নাম বিজয় বাহান সিং উত্তর প্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়, মুর্শিদাবাদ সীমান্তে গোলাগুলিতে নিহত বিএসএফ সদস্য বাহিনীটির কনস্টেবল ছিলেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির গুলিতেই ওই বিজিবি সদস্য নিহত ও অপরজন আহত হন বলে বিএসএফের কর্মকর্তারা দাবি করেছেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ