আজকের শিরোনাম :

পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ১৪:৩১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা শান্তিচুক্তি করেছেন। এতে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে। কিছু সন্ত্রাসীর কারণে তা বাধাগ্রস্ত হতে দেয়া যাবে না। যে কোনো মূল্যে অশান্তি সৃষ্টিকারীদের নির্মূল করা হবে।

আজ বৃহস্পতিবার রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাহাড়ের সন্ত্রাসীদের সাধারণ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা সাধারণ জীবনে ফিরে আসেন, সন্ত্রাসী করে কোনো অধিকার আদায় হয় না। পাহাড়ে চাঁদাবাজি, খুন বন্ধ করুন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সান্ত্বনা চাকমা, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আবেদিন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, বিজিবির চট্টগ্রাম রেঞ্জের রিজিয়ন কমান্ডার আমিনুর রহমান শিকদার, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ