আজকের শিরোনাম :

রাত পোহালেই রংপুর-৩ আসনে ভোট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯, ১৮:৪৪

রাত পেরুলেই রংপুর-৩ আসনে উপনির্বাচনের ভোট। এ লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। এসময় তারা ইভিএম, ভোটার তালিকাসহ যাবতীয় সামগ্রী বুঝে নেন। পরে প্রশাসনের কড়া নিরাপত্তায় তা পৌঁছে দেয়া হয় ভোটকেন্দ্রগুলোতে।

ইভিএম-এর মাধ্যমে ১শ' ৭৫টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ ও আনসারের তিন হাজার সদস্য। র‌্যাব ও বিজিবির পাশাপাশি থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল দল। 

রংপুর তিন আসনে ভোটার ৪ চার লাখ ৪১ হাজার ৬৭১ জন। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ