আজকের শিরোনাম :

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ ও ১০০ মোবাইল ফোন জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯, ১০:২০ | আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১০:২৪

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ ও ১০০টি মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

বুধবার (৩ অক্টোবর) রাতে এসব পণ্য উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, ঢাকার প্রিভেন্টিভ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক প্রায় দেড় কোটি মূল্যের ২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ ও ১০০টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মোবাইল আটক করে। বিমান বন্দরের গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর এক পর্যায়ে সন্ধ্যায় দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটের যাত্রী সাহাবুদ্দিন ও মনির আহমেদকে তল্লাশী করে লাগেজের বডিতে অভিনব কায়দায় তার আকারে সেটিং করা ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

এ সময় অন্যান্য কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশী করে আরও ২০০ গ্রাম স্বর্ণ ও ১০০টি বিভিন্ন ব্রান্ডের বিদেশী মোবাইল আটক করা হয়েছে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। আটককৃত পণ্যের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ