আজকের শিরোনাম :

প্রবাসীরা রেমিট্যান্স পাঠালেই ২ শতাংশ প্রণোদনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ২১:৩৬

প্রবাসীরা রেমিট্যান্স পাঠালেই ২ শতাংশ প্রণোদনা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে ২০ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, রেমিট্যান্স বৈধ পথে আনার জন্য একটি প্রণোদনার ঘোষণা দিয়েছিলাম। ২ শতাংশ ক্যাশ ইনসেনটিভ ঘোষণা করা হয়েছে। এখন কেউ ব্যাংকে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ ইনসেনটিভ পাবেন। জুলাই থেকে যে পরিমাণ ক্লেইম আছে, সেটি তারা পাবে। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের অবহিত করতে চাই, তারা আগের পাওনা ইনসেনটিভ লস করবেন না। দু-একদিন লাগতে পারে পূর্ণাঙ্গভাবে শুরু করতে। আমরা সবাইকে এটি অবহিত করেছি।

অর্থমন্ত্রী বলেন, এখন থেকে এক হাজার ৫০০ ডলার পর্যন্ত রেমিট্যান্সের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা হবে না। এর বেশি হলে কাগজ দিতে হবে। প্রতি ট্রানজেকশন ১৫০০ ডলারের মধ্য থাকলে, দিনে যতবার ইচ্ছা করতে পারবে। প্রতি ট্রানজেকশনের জন্য ২ শতাংশ পাবে। এসময় রেমিট্যান্স এবার ১৮-২০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ